নানা আয়োজনে কুড়িগ্রামে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। পুলিশ সুপার মাহ্ফুজার রহমান`র পর একে একে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মুক্তিযোদ্ধাগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। পরে ভাষা আন্দোলনে শহীদদের স্বরণে ১মিনিট নিরবতা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এরপর (২২ ফেব্রুয়ারি) শুক্রবার রাতে জেলা প্রশাসন আয়োজিত কুড়িগ্রাম কলেজ মোড়স্থ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহ্ফুজার রহমান, সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াত নেতা এডভোকেট ইয়াসিন আলী প্রমূখ।
আলোচনা সভায় শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সকল অতিথিরা এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

