মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা আয়োজনের মধ্যদিয়ে ফরিদপুরের সদরপুরে উদযাপন করা হয়েছে। শুক্রবার রাতে সদরপুরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য প্রদান করে উপজেলা প্রশাসন, বিএনপি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আজ সকাল ৮টায় সদরপুর উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি প্রভাতফেরী র্যালিবের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দরবার হল কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন,আবৃত্তি,রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, ডাঃ শ্যাম সুন্দর সাহা, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজ্জামান, বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সাংগাঠনিক সম্পাদক মোঃ বাহালুল মাতুব্বর, উপজেলা জামায়েত ইসলামীর নায়েবে আমির হাজী আবু বকর, উপজেলা প্রেসক্লাবসভাপতি মো.সাব্বির হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :