AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শার্শায় ব্যবসায়ীর ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ ৪জন আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:১০ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

শার্শায় ব্যবসায়ীর ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ ৪জন আটক

যশোর জেলার শার্শায় ফিড ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লক্ষ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। একই সাথে ছিনতাইকৃত আট লাখ ৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। ছিনতায়ে ব্যবহার করা ১টি  হাসুয়া ও ১টি বার্মিজ চাকু উদ্ধার হয়।

আটককৃতরা হলেন, যশোরের ঝিকরগাছার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন ওরফে ফরহাদ (২৪), একই গ্রামের তরিকুল ইসলাম (২৮), শার্শার ইসলামপুরের রাব্বেল ওরফে রাব্বি (২১), ঝিকরগাছার চান্দেরপোল গ্রামের ফয়সাল হোসেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী।

তিনি জানান, ২০ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে বাগআঁচড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে রোকন তার শ্যালক মোঃ রুহুল আমিনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফিডের পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে নাভারণ বাজার থেকে বাগআঁচড়া যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাদেরকে জখম করে ৮ লক্ষ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

স্থানীয়রা বিষয়টি দ্রুত পুলিশকে জানালে, শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করে। পরে ডিবি পুলিশের সহযোগিতায় আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে পালিয়ে যাওয়া অপর দুই আসামি তরিকুল ও রাব্বিকেও আটক করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!