চট্টগ্রামের চন্দনাইশে বরুমতি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের এক ব্যবসায়ী কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে
বুধবার (১২ ফেব্রুয়ারি) চন্দনাইশ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা গোপন সংবাদে খবর পেয়ে দুপুরের দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ ভাবে এক্সভেটার দিয়ে বালু উত্তোলনের সময় মোঃ ওমর ফারুক নামে এক বালু ব্যবসায়ী কে ধরে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ অভিযুক্ত করে ৩ লাখ জরিমানা আদায় করা হয়।ওমর ফারুক চৌধুরী পাড়া এলাকার ইলিয়াস চৌধুরীর ছেলে।
জনস্বার্থ অবৈধ ভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান
উল্লেখ্য যে, একটি সংঘবদ্ধ শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে শঙ্খ নদীর তীরবর্তী, চন্দনাইশ উপজেলার বিভিন্ন খাল থেকে দিবারাত্রি বালু উত্তোলন, পাহাড়ি এলাকা থেকে টিলা,পাহাড়, ফসলি জমি থেকে মাটি মাটি কেটে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অভিযান ও এসব কর্মকাণ্ড চলছে, । এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আরো কঠোর হওয়ার কথা বলছে এলাকার সচেতন মহল।
একুশে সংবাদ/বিএইচ