AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে দৈনিক যুগান্তর রজত জয়ন্তী উৎসব উদযাপন


Ekushey Sangbad
আমিনুল হক বুলবুল, নান্দাইল, ময়মনসিংহ
০৮:২৭ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
নান্দাইলে দৈনিক যুগান্তর রজত জয়ন্তী উৎসব উদযাপন

"নতুন পানিতে সফর এবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটা ও র‌্যালীর মাধ্যমে ময়মনসিংহের নান্দাইলে দৈনিক যুগান্তর রজত জয়ন্তী উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে দৈনিক যুগান্তর রজত জয়ন্তী উদযাপন করা হয়।

যুগান্তর স্বজন নান্দাইল উপজেলার শাখার আহ্বায়ক অরবিন্দ পাল অখিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

দৈনিক যুগান্তরের নান্দাইল প্রতিনিধি মো. শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় উৎসব অনুষ্ঠানের আলোচনা সভায়  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ফয়জুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: দিবাকর ভাট, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহম্মেদ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দস সালাম,উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম,অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হক,সাংবাদিক এবি সিদ্দিক খসরু, প্রবাল মজুমদার প্রমুখ। 

এসময় নান্দাইল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কর্মরত সাংবাদিকবৃন্দ ও যুগান্তর স্বজন সমাবেশের সদস্যগণ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, দৈনিক যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ সাহিত্য, খেলাধুলা, টিউটেরিয়াল ও সম্পাদকীয় সহ দেশ ও বিদেশের খবর প্রচারে অন্যন্য। এছাড়া যুগান্তর পত্রিকায় ‘একদিন প্রতিদিন’, বিচ্ছু, স্বজন সমাবেশ, আনন্দনগর ও সুরঞ্জনা সহ ধর্মীয় পাতাগুলো মন কেড়ে নেয় পাঠকদের।

ইউএনও আরো বলেন, ঘরে বাইরে ও সুরঞ্জনা পাতাটি আমার খুব পছন্দের। তাছাড়া যুগান্তর পত্রিকায় চাকুরী প্রার্থী ও শিক্ষার্থীদের জন্য টিউটেরিয়াল পাতাটি খুবই গুরুত্বপূর্ণ, যা আমার জীবনেও এনেছে অনেক সফলতা। পরিশেষে দৈনিক যুগান্তর পত্রিকার উত্তোরত্তর মঙ্গল কামনা করে দেশের আনাচে- কানাচে থাকা খবর,প্রতিভা ও সম্ভাবনার কথাগুলো তুলে ধরে দেশ ও জনগণের কল্যাণে আরও সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!