AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপন বিয়ে করা বউকে দেখতে যাওয়ায় মারপিটেরে শিকার হাবিব উল্লাহ


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৬:১৫ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

গোপন বিয়ে করা বউকে দেখতে যাওয়ায় মারপিটেরে শিকার হাবিব উল্লাহ

নাটোরের লালপুর উপজেলা দুড়দুড়িয়া ইউনিয়নের অমরপুর এলাকায় হাবিব উল্লাহ (২১) নামের এক যুবক তাঁর গোপনে বিয়ে করা স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সেই সাথে ওই যুবকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে মেয়ে পক্ষের লোকজনরা। 

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) রাতে দুড়দুড়িয়া ইউনিয়নের অমরপুর গ্রামে এঘটনা ঘটে। আহত হাবিব উল্লাহ পার্শ্ববর্তী গ্রামের বাবর আলীর ছেলে বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব উল্লাহ রাজশাহীর বরেদ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েক বছর আগে রাজশাহী মহিলা কলেজের এক ছাত্রীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে মঙ্গলবার রাতে উপজেলার অমরপুরে মোটরসাইকেল নিয়ে দেখা করতে গেলে ওই প্রেমিকার বাবা শিহাব উদ্দিন বিষয়টি জানতে পেরে তার লোকজন নিয়ে হাবিব উল্লাহকে মারধর করে।সেই সাথে মেয়ের বাবার লোকজন মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

পরে স্থানীয়রা ওই প্রেমিক হাবিব উল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বুধবার সকালে ভুক্তভোগী হাবিব উল্লাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ কর্মীদের বলেন, দেড় বছর আগে আমরা বিয়ে করেছি। মেয়ের বাবা প্রভাবশালী হওয়ায় আমাদের বিয়ে মেনে নেয় নি। তারা জোরপূর্বক আমাকে মারধর করে সেই সাথে আমার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।এঘটনায় অভিযুক্ত মেয়ের বাবা শিহাব উদ্দিন সংবাদ কর্মীদের সাথে কোন মন্তব্য করতে চান নি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান সংবাদ কর্মীদের বলেন, অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুরুজ আলী, নাটোর প্রতিনিধি।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!