কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে কামরুজ্জামানকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
কামরুজ্জামানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তিলাই ইউনিয়নসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার গ্রেপ্তারকে ন্যায়বিচার হিসেবে দেখছেন, আবার কেউ দাবি করছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
স্থানীয় এক বাসিন্দা বলেন, "তিনি দীর্ঘদিন ধরে নানা বিতর্কের মুখে ছিলেন। তবে তিনি অপরাধ করেছেন কি না, সেটি আদালতই নির্ধারণ করবে।"
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্ত চলছে এবং প্রয়োজনে আরও অভিযানের সম্ভাবনা রয়েছে। তারা জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ