‘অপারেশন ডেবিল হান্ট’ অভিযানে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান, কাউছার উল আলম কামরুল কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলায় কাউছার উল আলম কামরুলকে গ্রেফতার করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, অপারেশন ডেবিল হান্ট এর অংশ হিসেবে ইউপি চেয়ারম্যান কাউছার উল আলম কামরুলকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ////র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

