AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা 


Ekushey Sangbad
আমিনুল হক বুলবুল, নান্দাইল, ময়মনসিংহ
০৮:৪০ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

নান্দাইলে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা 

ময়মনসিংহের নান্দাইলে আইনশৃঙ্খলা উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক এবি সিদ্দিক খসরুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় মতবিনিময় সভায় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- নান্দাইল প্রেসক্লাবের সভাপতি  সাংবাদিক এনামুল হক বাবুল, সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল। 

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সাংবাদিক আবু হানিফ সরকার, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ডাক্তার ফখর উদ্দিন ভূইঁয়া, ইউনিয়ন বিএনপি নেতা ডাক্তার আব্বাস উদ্দিন, সাংবাদিক মাহাবুব আলম খান, খন্দকার সুফী আব্দুল্লাহ, এহতেশামউল হক শাহিন, প্রভাষক এহসানুল হক তানভীর, রমজান আলী, ফরিদ মিয়া প্রমুখ।

উল্লেখ্য, নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহমেদ সাম্প্রতিককালে নান্দাইলে মাদক উদ্ধার,মাদক ব্যবসায়ী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, চাঞ্চল্যকর একাধিক হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতারসহ নান্দাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলিষ্ঠ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কৃত হন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!