AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৫:৪৪ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

বাউফলে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫

সারা দেশের ন্যায় অপারেশন ডেভিল হান্টে পটুয়াখালীর বাউফলে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) অপারেশন পরিচালনা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের আব্দুল মতলেব মৃধার ছেলে আব্দুল ছালাম (৫২), বাউফল পৌরসভার আবুল হোসেন হাওলাদারের ছেলে মো. রিয়াজ হাওলাদার (৩৮), সূর্য্যমনি ইউনিয়নের সেকান্দার আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (৩৫), কালিশুরি ইউনিয়নের মো. সফিজ উদ্দিনের ছেলে মো. সোহাগ মৃধা (৩০) ও মো. নবাব হোসেন সিকদারের ছেলে মো. বজলু শিকদার (৫০)।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টে গতকাল রাতে বাউফলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বাউফল থানায় ২৫ সালের জানুয়ারি মাসের ১৩ তারিখের দায়েরকৃত বিস্ফোরক মামলা নং-০৯ তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এবং তাদের ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩৩/৬ ধরায় পটুয়াখালী আদালতে প্রেরণ করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!