হঠাৎ দেখা দিয়েছে ঘন কুয়াশা। ফলে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সিরাজগঞ্জ জেলার যানবাহন। দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে গাড়ি চালাচ্ছেন চালকরা।
রবিবার (০২ ফেব্রুয়ারি) সকালে পশ্চিমপারের মহাসড়ক সহ সিরাজগঞ্জের সকল আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল ছিল ধীরগতির। বাস, ট্রাক, প্রাইভেটকার, চার্জার ভ্যান-রিকশা ও ঢাকাগামী সব গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘন কুয়াশার প্রভাবে গাড়িগুলো ধীরগতিতে চলছে। তবে শীতের তীব্রতা তেমন নেই।
তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম একুশে সংবাদকে বলেন, রবিবার সকালে সিরাজগঞ্জে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শাহজাদপুরের বাঘাবাড়িতে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মোস্তফা জামান জানান-সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
হঠাৎ এতো ঘনকুয়াশা কেন এই প্রশ্নে তিনি জানান- তাপমাত্রার ব্যতিক্রম ঘটার কারণে হঠাৎ ঘন কুয়াশা দেখা দেয়। তবে এখন বায়ু প্রবাহ স্থবির। সামান্য বাতাশ প্রবাহ হলেই এই কুয়াশা কেটে যাবে।
একুশে সংবাদ//জ.ক//র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

