নাটোরের লালপুরে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
নিহত ব্যক্তির নাম সুকুমার (৩০) তিনি গোপালপুর পৌরসভার বাহাদীপুর গ্রামের মৃত যুগোলের ছেলে।
স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে দ্রুত থানায় খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে। তবে কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে এখন পযর্ন্ত কোন মামলা হয়নি।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

