AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আসামি ছিনতাইয়ে জড়িত নই দাবী করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর
০৩:১৫ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৫

আসামি ছিনতাইয়ে জড়িত নই দাবী করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ফরিদপুরের সদরপুর থানা পুলিশের হাত থেকে আসামি ছিনতাই ঘটনায় আমি কোন ভাবেই দায়ি নই। আমার বিরুদ্ধে একটি স্বার্থন্বেষী মহলের ইন্দনে আমাকে জড়িয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। 

আজ শুক্রবার সকাল এগারোটায় বিএনপি‍‍`র সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতব্বর তার নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন,আমার বিরুদ্ধে গত ৩০/০১/২০২৫ইং তারিখে দেশের বিভিন্ন জাতীয় স্থানীয় ও অনলাইন সংবাদমাধ্যম এ পুলিশের হাত থেকে আসামি ছিনতাই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। 

উক্ত সংবাদের ভিতরে আমার নাম জড়িয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে সহ ওই সংবাদের ভিতরে আমার নেতৃত্বে থানা থেকে হাসপাতালে ফারুক হোসেন বাকু কে নেওয়া হয় বলে উল্লেখ করা হয়। তিনি স্থানীয় সাংবাদিকদের আরও জানান তিনি উক্ত ঘটনার সাথে কোনভাবেই জড়িত নাই বা তার নেতৃত্বে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সংবাদটি তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূল ভাবে একটি স্বার্থন্বেষীমহলের ইন্দনে করা হয়েছে। তিনি ওই সংবাদের তীব্র নিন্দা জ্ঞাপনসহ প্রতিবাদ জানান। 

তিনি আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগাঠনিক হিসেবে আ’লীগের দুঃশাষন সময়ে দলের জন্য জীবনবাজী রেখে যথাযথভাবে কাজ করেছি। এবং বিগত সময়ে মিথ্যা মামলার আসামী হয়ে জেল খেটেছি। আগামীতেও আমি দলের জন্য নিরলস কাজ করে যাবো। 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!