AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পেশাজীবীদের নিয়ে মতবিনিময়


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৯:২৬ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৫

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পেশাজীবীদের নিয়ে মতবিনিময়

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে অংশীজনের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৯ জানুয়ারি) জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আকতার হোসেন, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক মেজর জিয়া উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিন, সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, বিআরটিএ সহকারী পরিচালক মো: কামরুজ্জামান, সচেতন নাগরিক কমিটি সনাক জেলা শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকী প্রমুখ।


সভায় সম্প্রতি লক্ষ্মীপুর বেশ কয়েকটি দূর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পরিবহন সেক্টরে চরম নৈরাজ্য বন্ধে বিভিন্ন ধরনের সুপারিশ পেশ করেন বিভিন্ন বক্তারা।


এ সময় বক্তারা আরও বলেন, বাংলাদেশের মতো আর কোন দেশে সড়ক দূর্ঘটনায় এত বেশী হতাহতের নজির নেই। সড়কে ফিটনেসবিহীন গাড়ী চলাচল, অদক্ষ চালক ও অসতর্ক যাতায়াতের কারনে এদেশে এমন দূর্ঘটনার কবলে পড়তে হয়।


বক্তারা সড়কে সরকারের তদারকি সংস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন। একই সাথে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে সড়কে সতর্ক চলাফেরা সহ সচেতনতা বৃদ্ধির আহবান জানান।


সভায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সমন্বয়কবৃন্দ, সাংবাদিক, পরিবহন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!