ভোলায় বাসচালক ও শ্রমিকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের দফায় দফায় সংঘর্ষের পর ফের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৩টি অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়া হয়।
বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
পরে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ৩টি সিএনজিচালিত অটোরিকশা বাসস্ট্যান্ডের ভিতরে রাখা হয়। পরে বাস শ্রমিক এবং সিএনজি চালকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এই সংঘর্ষের সময় ওই ৩টি অটোরিকশায় আগুন লাগিয়ে দেওয়া হয়।
এদিকে গতকাল রাতের সংঘর্ষের ঘটনায় ২টি বাসে অগ্নিসংযোগ, ৭টি বাসে ভাঙচুর ও বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদসহ ক্ষতিপূরণ ও জড়িতদের শাস্তির দাবিতে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে জেলার ৫টি রুটে বাস চলাচলে ধর্মঘট ডেকেছে জেলা বাস মালিক সমিতি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত হাচনাইন পারভেজ বলেন, আজ সকালেও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে আলোচনার জন্য কর্তৃপক্ষ ডেকেছে। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে।
একুশে সংবাদ/ঢ.প/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

