AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০১:২৯ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৫

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জ জেলার তেলকুপি সীমান্তে বাংলাদেশী এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে হাবিল নামে এক কৃষক গুরতর আহত হয়েছেন। হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।


নিহতের চাচাতো ভাই জানান, শনিবার (২৫ জানুয়ারী) ভোর সাড়ে ৫ টার দিকে তেলকুপি সীমান্তে গম খেতে পানি দিতে গেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে। এতে তার পিঠের ডানপাশের কাধে গুলি লাগে। 

 

তিনি আরও বলেন, আমরা জানতে পেরে বিজিবির উপস্থিতিতে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানের তার অবস্থা স্থিতিশীল আছে।


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এবিষয়ে বলেন, আজ সকাল সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল হতে রেফার্ডকৃত রোগী হাবিল এখানে আসে। তার বুকের ডানপাশের কাধে গুরুতর জখম রয়েছে। প্রাথমিক ভাবে মনে হয়েছে এটি গানশর্ট ইনজুরি। রোগীটির অবস্থা স্থিতিশীল রয়েছে। রোগীর দেহে গুলিটি এখনো রয়েছে তাই দ্রুত অস্ত্রপচার করা জরুরী। আমার প্রাথমিক ভাবে সার্জারি ২ নং ওয়ার্ডে ভর্তি করিয়েছি। তার অবস্থা গুরুতর কিনা তা বলা যাচ্ছে না। তার অস্ত্রপচার কারার পর পরবর্তি অবস্থা বোঝা যাবে বলে জানান।
 

একুশে সংবাদ////র.ন

Shwapno
Link copied!