পটুয়াখালীর বাউফলে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ। শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে দশমিনা থেকে শামিম (৩৮), বাচ্চু (৫০) ও দশমিনার সুমন (৪৫) নামের এই তিন জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সাইদুর রহমান শামিম বাউফল পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত খলিলুর রহমান সিকদারের ছেলে। তিনি ভোলার তজুমুদ্দিন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
অন্যরা হলেন, বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেক এর ছেলে মো. মারুফ বিল্লাহ ও দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে বগুরা গ্রামের আজাহার গাজীর ছেলে বাচ্চু গাজী।
পুলিশ জানায়, দশমিনা উপজেলার বাচ্চু গাজী দীর্ঘদিন যাবত ইয়াবার ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারের সময় বাচ্চু গাজীর বসত ঘরে অভিযান চালায় পুলিশ। এসময় তার বসতঘর থেকে ১১৫ পিচ এবং ইয়াবা ক্রয় করতে আসা মারুফ বিল্লাহ সুমনের কাছ থেকে ১০৭ পিচ এবং সহকারী প্রকৌশলী সাইদুর রহমান শামিম কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :