AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চকরিয়ায় ঘাতক স্বামী খুন করল সাংবাদিক কন্যা স্ত্রীকে


Ekushey Sangbad
এনামুল হক রাশেদী
০৫:৫১ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৫
চকরিয়ায় ঘাতক স্বামী খুন করল সাংবাদিক কন্যা স্ত্রীকে

মাত্র  ৮ মাস আগেই বিয়ে হয়েছিল শখের প্রজাপতির সাথে। বিয়ের পর অনেক আদর করেই বউকে ডাকতেন শখের প্রজাপতি। অভিশপ্ত যৌতুকের লোভেই সেই শখের প্রজাপতিকে নির্মম ছুরিকাঘাতে খুন করল যৌতুকলোভী পাষন্ড স্বামি। 

১৭ জানুয়ারী‍‍`২৫ ইং শুক্রবার বেলা দেড়টায় ঘরের সকল পুরুষ যখন জুমার নামাজ আদায়ে মসজিদে তখন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ঘাতক স্বামী শওকত হাসান মেহেদী(২৩) তার শখের প্রজাপতি স্ত্রী সাংবাদিকের আদুরে কন্যা উম্মে হাফছা তুহিকে(১৮) উপর্যোপুরি ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে পালিয়েছে। নিহত উম্মে হাফছা তুহি, চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়ার সাংবাদিক আব্দুল হামিদের মেয়ে। ঘাতক স্বামী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ৩ নং ওয়ার্ডের মৌলভী আবুল হাশেম এর পুত্র।

নিহতের পিতা সাংবাদিক আব্দুল হামিদ জানান, আট মাস পূর্ব তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য শারীরিক এবং মানসিকভাবে আমার মেয়েকে নির্যাতন করত তার স্বামি শওকত হাসান মেহেদী। অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে মেয়ে আমার বাড়িতে চলে আসে। আজ বাড়ির সব পুরুষ জুমার নামাজ আদায় করতে গেলে, এ সুযোগে ফাঁকা বাড়িতে এসে ঘাতক শওকত হাসান মেহেদী  আতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি চুরিকাঘাত করে আমার মেয়ে কে হত্যা করে। এসময় আমার স্ত্রী পারভীন আক্তার (৩৮) মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে গেলে তাকেও উপর্যুপরি চুরিকাঘাত করে ঘাতক ঘটনাস্হল থেকে পালিয়ে যায়। আমার গুরুতর আহত স্ত্রী কে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক অবস্থা আশংকা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

খুনি শওকত হাসান মেহেদী তার পেইজ বুক আইডিতে স্ত্রীকে নিয়ে বিয়ের পর স্ট্যাটাস দেন- "তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি"। সে থেকে খুনি মেহেদী তার স্ত্রী তুহিকে শখের প্রজাপতি বলেই ডাকত।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া স্বামির হাতে স্ত্রী খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, ঘাতক স্বামিকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলেও জানান ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া।

 

 

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!