জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র প্রতিনিধি জাবিদ হাসান, শাহনেওয়াজ অভি, আসমা আক্তার মিতু।
এসময় তারা বলেন, জুলাই এর প্রেরণা কে ঘোষণা দিতে হবে। লিফলেট ঘোষনা পত্রে ৭ দফা দাবী অন্তভূক্ত করার দাবী জানায় তারা।
অপরদিকে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ দুপুর ১২টায় পুরাতন বাস স্ট্যান্ড থেকে ফিললেট বিতরণ শুরু করে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

