অবশেষে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গত তিনদিন ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতি কিছুটা প্রশমিত হয়েছে। সীমান্তে আপাতত রাস্তা এবং কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ।
আজ বুধবার দুপুরে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবির সঙ্গে তৃতীয় দফা পতাকা বৈঠকে এ সম্মতি জানায় বিএসএফ।
বৈঠক শেষে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। এতে স্বস্তি ফিরেছে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মাঝে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান,‘দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। তবে আগামীতে সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কি-না তা বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’
এই কর্মকর্তা আরও জানান, দুই দেশের নাগরিকরা যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে সেদিকেও খেয়াল রাখা হবে বলে বৈঠকে আলোচনা হয়।
এদিকে আলোচনা ফলপ্রসু হওয়ায় সীমান্ত এলাকা থেকে উভয় বাহিনীই অতিরিক্ত সদস্য সরিয়ে নিয়েছেন। এই মুর্হুতে সীমান্তে স্বাভাবিক টহল কার্যক্রম চালু রয়েছে।
এর আগে গত সোমবার সীমান্তের ভারতীয় অংশে নোম্যানস ল্যান্ডের ১০০ গজ অভ্যন্তরে অবৈধভাবে আর্ন্তজাতিক সীমান্ত আইন অমান্য করে আলোচনা ছাড়াই মাটি খনন ও কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদ জানায় এবং বাধা দেয় বিজিবি। এ নিয়ে ওই সীমান্তে দেখা দেয় উত্তেজনা। পরবর্তীতে সীমান্তে অতিরিক্ত সদস্য মেতায়েন করে উভয় বাহিনী এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং বিএসএফের অবৈধ কর্মকান্ডকে প্রতিহত করতে বিজিবির পাশে অবস্থান নেয় স্থাণীয়রা। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

