নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়ন মকিমপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
২২শে ডিসেম্বর রবিবার সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত জমি সংক্রান্ত জের ধরে একই এলাকার সোলাইমান মিয়া গং ও জুয়েল মিয়া গং মধ্যে দফায়, দফায় সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের নয় মাসের অন্তঃসত্তা নারীসহ পাঁচজন আহত হয়। সকলে সোনারগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন, অন্তঃসত্ত্বা রনি আক্তার, স্বামী জুয়েল মিয়া, আব্দুল সালাম, আনোয়ারা বেগম ও সোহেল মিয়া, ২য় পক্ষের, আব্দুস সাত্তার, ইউসুফ আলী, সোলাইমান মিয়া,রায়হান হাসান রিমন, ফয়সাল হাসান রিদয়।
এ বিষয়ে উভয় পক্ষ সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সোনারগাঁও থানার ওসি এম এ বারী জানান, উবের পক্ষের অভিযোগ পেয়েছি , ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে সোনারগাঁ তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আশীষ কুমার বলেন, জমিটিতে আদালতের স্ট্রে অর্ডার রয়েছে। সার্বিক বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ