চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আইউব আলী খান কমপ্লেক্স মাঠে গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ১২টি দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক হাবিবুল বাশার সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই ফরিদগঞ্জ উপজেলা থেকেই শামীম পাটওয়ারী ও মাহমুদুল হাসান জয়ের মতো ক্রিকেটাররা উঠে এসে এখন জাতীয় দলে খেলছে। আমাদের জাতীয় দলকে সমৃদ্ধ করতে হলে এই রকম তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করতে হবে। এদের অন্বেষণ করে জাতীয় দলের পাইপলাইন আরো বেশি সুদৃঢ় রাখতে হবে। আমি আশা করছি, বিসিবি সারা দেশে ক্রিকেটকে আরো বেশি ছড়িয়ে দিবে এবং ট্যালেন্ট হান্টে উদ্যোগী হবে। গৃদকালিন্দিয়ায় আমি আসতে পেরে খুব খুশি, এখানকার লোকজনের ক্রিকেটের প্রতি ভালবাসা দেখে আমি নিশ্চিত বাংলাদেশের ক্রিকেটের জন্যে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। যত বেশি খেলা হবে, তত বেশি প্রতিভা বেরিয়ে আসবে, যা আমাদের ক্রিকেটের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে।
টুর্নামেন্ট আয়োজক কমিটির পরিচালক বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহসান হাবীব, মো. হাছান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহেল খান, রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন, প্রবাসী মানিক পাটওয়ারী, ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন সজিব, ইকবাল হোসেন পাটোয়ারী, হাসান আল মামুন, বিল্লাল হোসেন।
উদ্বোধনী খেলায় বাড্ডা বয়েস ক্লাব শিশির বিন্দু একাদশের মুখোমুখি হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

