নরসিংদীর শিবপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে একটি প্লাস্টিক কারখানা। রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ইটাখোলা কুমরাদী এলাকার কর্ণফুলী মাস্টারব্যাচ এন্ড প্লাষ্টিক কারখানায় এ অগ্নিকারে ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আগুনে কী পরিমাণ ক্ষযক্ষতি হযেেছ তাৎক্ষণিক জানাতে পারেনি ফাযার সার্ভিস এবং কারখানা কর্তৃপক্ষ ।
কারখানার ইনচার্জ মো: মাহিন আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিজেদের চেষ্টায আগুন নেভানোর চেষ্টাসহ ফাযার সার্ভিসকে খবর দেয়া হয়। শিবপুর ফাযার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে এসে তাদের যান্ত্রিক ক্রটির দেখা দিলে তাদের কাজ বন্ধ হযে যায। পরে নরসিংদী সদরের ফায়ার সার্ভিস এসে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিযন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।
শিবপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। নরসিংদী সদর ও শিবপুরের ২টি ইউনিট ঘটনাস্থলে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তার আগেই কারখানার সবকিছু পুড়ে গেছে। ক্ষযক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

