ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক দূর্ণীত বিরোধী দিবস পালিত হয়েছে। দূর্নীতি দমন কমিশন সম্বনিত ময়মনসিংহ কার্যালয়ের আয়োজনে ও গৌরীপুর উপজেলা প্রশাসন,দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় করবেন।
সোমবার স্থানীয় পাবলিক হলে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ। বিশেষ অতিথি ছিলন সহকারী কমিশনার ভুমি সুনন্দা সরকার প্রমা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.হারুণ অর রশিদ।
শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন।আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত সততা (বিক্রেতা ছাড়া দোকান) সংঘ পরিচালনার জন্য শ্রেষ্টত্বের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এতে গবিন্দপুর উচ্চ বিদ্যালয় ১ম, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয ২য় ও শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ৩য় লাভ করে। এছাড়াও সততা সংঘ কার্যক্রম ভাল ভাবে পরিচালনা করার জন্য গৌরীপুর সরকারী আর,কে হাই স্কুল ও ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসাকে পুরস্কৃত করা হয়।
একুশে সংবাদ/আ.য



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

