‘‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের র্যালী ও দুর্নীতি দমন প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুদক সদস্য শহিদুল আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ার আজাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) নূরী তাসমিন ঊর্মি, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইউসুফ হাবিব, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, মৎস্য অফিসার আবু সামা, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।।
উল্লেখ যে, জাতিসংঘ ৯ ডিসেম্বর ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করে আসছে।
পরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা সংস্থার আয়োজনে বেগম রোকেয়া দিবসে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/আ.য



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

