সোনার চোরাচালানে নতুন পদ্ধতি আবিষ্কার করেছে পাচারকারীরা। এবার কোমরের বেল্টের বকলেসে সোনা গলিয়ে অভিনব কৌশলে পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়েছে দু’জন। সোমবার সকালে খুলনার লবণচরা থানার সাচিবুনিয়া মোড়ে চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০ ভরি সোনাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাঙ্গামাটির রাজস্থলীর মহব্বত পাড়ার বাবলু ধর (৩৮) এবং চট্টগ্রামের ফটিকছড়ির নয়ন মানিক (২৬)। লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাচিবুনিয়া মোড়ে একটি চেকপোস্ট বসানো হয়। সকাল ৮টার দিকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় সন্দেহজনক আচরণের কারণে দু’যাত্রীকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। শুরুতে তারা সোনার ব্যাপারে অস্বীকার করলেও এক্সরে করার কথা বলার পর তারা স্বীকার করে যে, তাদের কাছে সোনা রয়েছে।
পুলিশ জানায়, তারা এবার পেটে বা অন্য কোথাও লুকিয়ে নয়, বরং সোনা গলিয়ে কোমরের বেল্টের বকলেস তৈরি করেছে। এই বকলেসগুলোতে তারা রুপার রংয়ের আবরণ দিয়ে সাধারণ বেল্টের মতো দেখানোর চেষ্টা করেছে। তাদের কাছ থেকে দুটি সোনার বকলেস ও একটি সোনার ব্রেসলেট উদ্ধার করা হয়েছে।
লবণচরা থানার ওসি আরও বলেন, সোনা পাচারের জন্য তারা বারবার নতুন নতুন কৌশল নিচ্ছে। তবে পুলিশের তৎপরতার কারণে এবারও তারা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। পুলিশের এমন সফল অভিযানে এলাকায় চোরাচালান বিরোধী তৎপরতা আরও জোরদার করার দাবি উঠেছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

