AB Bank
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচন আদায়ে ব্যর্থ হলে বিজয়ের সকল অর্জন ধুলিস্যাৎ হয়ে যাবে: রুমিন ফারহানা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
০৯:৩৭ পিএম, ২৯ নভেম্বর, ২০২৪
নির্বাচন আদায়ে ব্যর্থ হলে বিজয়ের সকল অর্জন ধুলিস্যাৎ হয়ে যাবে: রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘ষড়যন্ত্র বন্ধ হয় নাই। ষড়যন্ত্র চলছে, আমরাও ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন যদি আদায় করতে না পারি এত বড় বিজয় ধুলিস্যাত হয়ে যাবে।’

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেত্রী বলেন, ‘আমার পরিবার বলতে কিছু নেই। আমি আর আমার মা। আর উপরে আল্লাহ। কিন্তু আজ আমার পরিবারের হাজার হাজার সদস্য এখানে উপস্থিত আছেন। আমি যতদিন বেঁচে থাকব আপনাদের ভালোবাসার ঋণ আমি শোধ করে যাব।’

রুমিন ফারহানা উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আজকে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, আমার জানাজা এবং কবর এই সরাইলের মাটিতেই হবে।

রুমিন বলেন, ‘আমি সবাইকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোনো ষড়যন্ত্রকারী শক্তি আমাদের পরাজিত করতে পারবে না। অনেক রক্ত, অনেক লাশ, অনেক গুম হয়ে যাওয়া ভাই, অনেক গুম হয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময় আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এমন কোনো দিন নেই যে, আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয়নি। এমন কোনো দিন নেই যে আমরা শান্তিতে এলাকায় ঘুমাতে পারছি, থাকতে পারছি। কিন্তু সব জুলুমেরই শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছিল যতদিন তারা বেঁচে থাকবে তারাই ক্ষমতা থাকবে। দেশের মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘মানুষকে সমর্থন এবং মানুষের ভালোবাসা যদি থাকে তাহলে নেতা হওয়া যায়, তাহলে রাজনীতি করা যায়, পদ অনেকভাবে আসে কিন্তু নেতা তৈরি হয় মানুষের ভালোবাসায়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের প্রতি আপনাদের যে ভালোবাসা এই ভালোবাসা থেকে ধানের শীষ গঠিত। সেই ধানের শীষে ভোট দিতে আপনাদের ভুল হয় না।’

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরীসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। 

 

একুশে সংবাদ/এনএস

Link copied!