ময়মনসিংহের নান্দাইলে মো. সাইকুল ইসলাম (৪০) নামের এক কাপড় ব্যবসায়ীর টিনসেটের দোকানের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মো. সাইকুল ইসলাম নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের আঃ আজিজের ছেলে।
এঘটনায় শনিবার (২৩ নভেম্বর) মো.সাইকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।গত বৃহস্পতিবার রাতে মুক্ত বাজারে (চিলার বাজার) এ চুরির ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা গেছে মো. সাইকুল ইসলাম মুক্ত বাজারে (চিলা বাজার) তিন বছর ধরে কাপড়ের ব্যবসা করছেন। প্রতিদিনের মত গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার বিকালে সাইকুল ইসলাম দোকানে গিয়ে ঝাপাটের তালা ভাঙ্গা দেখতে পান।
পরে দোকানের ভিতরে গিয়ে দেখেন দোকানে থাকা ৪০ হাজার টাকা মূল্যের ৫০ পিস লুঙ্গি,৩০ হাজার টাকা মূল্যের থান কাপড় ও ৪০ হাজার টাকা মূল্যের প্রিন্টের থান কাপড়সহ ১ লাখ ১০ হাজার টাকার মালামাল নেই। চোরেরা চুরি করে নিয়ে যায়।
দোকানের মালামাল চুরির ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন ব্যবসায়ী মো. সাইকুল ইসলাম।
ব্যবসায়ী সাইকুল ইসলাম জানান এ ব্যবসা দিয়ে সংসার চলতো। বর্তমানে দোকানে চুরি হয়ে যাওয়াতে খুবই সমস্যা সৃষ্টি হয়েছে। অর্থের অভাবে নতুন করে আবার ব্যবসা শুরু করা কষ্টকর হয়ে পড়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. ফরিদ আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

