AB Bank
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলীকদমে শিশুসহ ৮৪ জন রোহিঙ্গা আটক


Ekushey Sangbad
আলীকদম উপজেলা প্রতিনিধি, বান্দরবান
০৮:২২ পিএম, ১১ নভেম্বর, ২০২৪
আলীকদমে শিশুসহ ৮৪ জন রোহিঙ্গা আটক

গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের আলীকদম উপজেলায় অনুপ্রবেশ করায় ৮৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে প্রশাসন।

সোমবার (১১ নভেম্বর) সেনা বাহিনী, বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পৃথক অভিযানে এসব রোহিঙ্গাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৩১ জন শিশু রয়েছে। ৫৩ জন নারী, পুরুষ ও বৃদ্ধ রয়েছে।

সোমবার দুপুরে আটককৃতদের উপজেলা পরিষদ হলরুমে খাবার দেওয়া হয় এবং রাতে তাদেরকে  আলীকদম উপজেলাধীন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পুশব্যাক করার কথা জানিয়েছেন বিজিবি।

জানা যায়, মিয়াানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতি চলছে। এর জেরে এসব রোহিঙ্গা বিভিন্ন দালালচক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা ইউনিয়নের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে।

সীমান্তের এই পাহাড়ি এলাকাটি সংরক্ষিত মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের আওতাভূক্ত। অবৈধভাবে রোহিঙ্গা অনুপ্রবেশের খবর এর আগে থেকে গোয়েন্দাসূত্রে প্রশাসন জানতে পারে।

পরে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে সোমবার সকালে বাসটার্মিনাল ও কানামাঝি সেনা চৌকিতে আটক করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটক রোহিঙ্গাদের উপজেলা প্রশাসন থেকে ৫৭ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে   বলে জানা গেছে। সোমবার রাতেই তাদেরকে সীমান্তে পুশব্যাক করা হবে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব জানান, আটক রোহিঙ্গাদের পুশব্যাক করার জন্য ৫৭ বিজিরি কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।

তিনি আরও  বলেন, আটক রোহিঙ্গারা দালালচক্রের মাধ্যমে  আলীকদমের কয়েকটি সীমান্ত পথ দিয়ে অনুপ্রবেশ করেছিল। আমরা খবর পেয়ে তাদেরকে আটক করেছি।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!