AB Bank
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে জমে উঠেছে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন


Ekushey Sangbad
লালপুর উপজেলা প্রতিনিধি, নাটোর
০২:০৭ পিএম, ৯ নভেম্বর, ২০২৪
লালপুরে জমে উঠেছে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের  দ্বি-বার্ষিক নির্বাচনের বাকি আর মাত্র ২দিন। দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী পরিবেশ ততই জমজমাট হয়ে উঠেছে। শেষ সময় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টার ব্যানারে ছেয়ে যাচ্ছে লালপুর। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আগামী ১১ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ১০টি পদে ১৯ জন মনোনয়ন উত্তোলন করেন এতে ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেগুলো হলো সভাপতি পদে ২জন সালাহ্ উদ্দীন (কলম প্রতীক) ইনতাজ আলী (দোয়াত কলম)। সাধারণ সম্পাদক পদে ২ জন, জামিরুল ইসলাম (মোবাইল), ফারহানুর রহমান রবিন (ক্যামেরা)। 

যুগ্ম সাধারণ সম্পাদক ২টি পদে ৪ জন, ফজলুর রহমান (ফ্যান), আছিরুল ইসলাম (ফুটবল), সজিবুল ইসলাম (মোটরসাইকেল), আব্দুল্লাহ আল মামুন (ছাতা)। সাংগঠনিক সম্পাদক পদে ২জন শোভন আমিন (আনারস), আল বেরুনি (আম)।  দপ্তর সম্পাদক পদে ২জন আবু তালেব (মগ), সাব্বির আহমেদ মিঠু (পানির বোতল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বাকী ৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে সেগুলো হলো, অর্থ সম্পাদক পদে জামিল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাবুর রহমান, ধর্ম ও ক্রীড়া সংস্কৃতিক সম্পাদক পদে শিমুল আলী, কার্যকরী সদস্য পদে ২জন আব্দুর রশিদ ও মোয়াজ্জেম হোসেন।

গত ৩১ অক্টোবর উপজেলা প্রেসক্লাবে নির্বাচনের প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার লালপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, এবং ১১ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!