AB Bank
ঢাকা রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে সাবেক কাউন্সিলরের বাড়িতে হামলা


নারায়ণগঞ্জে সাবেক কাউন্সিলরের বাড়িতে হামলা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাসদ নেতা অসিত বরণ বিশ্বাসের বাড়িতে মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে। মারধর করা হয়েছে কাউন্সিলরের ব্যক্তিগত সচিবকে।

নাসিকের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান ও ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নির নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ অসিত বরণের। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস জানান, রোববার (২৭ অক্টোবর) দিনগত রাত পৌনে একটার দিকে শহরের সনাতন পাল লেনে তার বাড়িতে হামলা চালায় একদল তরুণ-যুবক। তারা তার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে খোঁজাখুঁজি করে। ভয়ে তিনি তার ভাইয়ের ঘরে গিয়ে আশ্রয় নেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে হামলাকারীদের সঙ্গে সাবেক দুই কাউন্সিলরকেও দেখা গেছে।

তিনি বলেন, ‘আমার বাড়িতে হামলা হচ্ছে খবর পেয়ে ১৫ নম্বর ওয়ার্ডের সচিব আবুল কালাম এদিকে আসছিলেন। তখন তাকে রাস্তায় পেয়ে ব্যাপক মারধর করে। পরে তাকে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।’

আহত আবুল কালাম বলেন, ‘আমারে দেইখাই ‘ওইযে ধর, অসিতের সচিব’, এই বইলাই মারধর শুরু করে একদল দুষ্কৃতিকারী। কী কারণে তারা আমাকে মারল আমি বুঝতে পারলাম না।’ এ ঘটনায় সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অসিত বরণ বিশ্বাস।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান ও শারমিন হাবিব বিন্নির নেতৃত্বে ২০-২৫ জন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। ভবনের তৃতীয় তলায় আমার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে আমাকে খুঁজতে থাকে। তারা দরজা ভাঙার সময় ভয়ে আমি পাশের ফ্ল্যাটে আমার ভাইয়ের ঘরে গিয়ে অবস্থান নেই। আমাকে না পেয়ে আমার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে তারা চলে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান হামলার বিষয়টি অস্বীকার করেন।

তিনি বলেন, ‘আমার ওয়ার্ডে রোহিঙ্গার জন্মনিবন্ধন প্রসঙ্গে আমার বিরুদ্ধে একটি নিউজ হয়েছে। ওই বিষয়ে কী করা যায়, সে আলাপ করতে আমি কাউন্সিলর অসিতের বাড়িতে গিয়েছিলাম। তার আগে তাকে ফোনও করেছিলাম। ফোনে না পেয়ে বাসায় যাই। আমি যেহেতু কাউন্সিলর ছিলাম, আমার সাথে কিছু লোক ছিল। এমন সময় এক চোর ওই বাড়িতে ঢুকে পড়ে। তখন তাকে ধরতেই সবাই বাড়িতে ঢোকে। আসলে, হামলার কোনো বিষয় হয় নাই।’

হামলার অভিযোগ অস্বীকার করে সংরক্ষিত আসনের সাবেক মহিলা শারমিন হাবিব বিন্নি বলেন, ‘স্থানীয় যুবকরা কালীপূজার আয়োজন করছিল। তখন আমি ওদিকেই ছিলাম। দুই কাউন্সিলরের মধ্যে কী ঝামেলা হইছে, শুনে আমি সেদিকে গিয়েছিলাম। আমি বাড়ির সামনে থেকেই চলে আসছি। পরে হামলা বা কী হইছে আমি জানি না। আমার সঙ্গে তো কোনো সমস্যা নাই, রিয়াদের সঙ্গে জন্ম নিবন্ধন নিয়া কী ঝামেলা হইছে সেইটা সে জানে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু কাউকে পাওয়া যায়নি। আজ দুপুরে সাবেক এক কাউন্সিলরের  লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!