AB Bank
ঢাকা শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিনে দুপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা


Ekushey Sangbad
মো.শাহাদত হোছাইন, কক্সবাজার
০৫:০৪ পিএম, ২৫ অক্টোবর, ২০২৪
দিনে দুপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ইউনিয়নের শান্তিবাজার এলাকায় জুমার নামাজের সময় নুরু সওদাগরের স্ত্রী রুনা (৩৩) ও তার ৫ বছরের কন্যাকে হত্যা করেছে দূর্বৃত্তরা।

শুক্রবার (২৫ অক্টোবর) জুমার নামাজের সময় আলী আকবরডেইল ইউনিয়নের শান্তিবাজার ৪নং ওয়ার্ড এলাকার নুরু সওদাগরের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, শান্তিবাজার এলাকার নুরু সওদাগর তার বাসায় মাছ পৌঁছে দিয়ে জুমার নামাজ পড়তে যায়। নামাজ পড়ে এক ছেলেকে দোকান খুলতে চাবির জন্য বাসায় পাঠায়। ছেলেটি বাসায় গিয়ে অনেক ডাকাডাকির পর কারো কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিদের জানায় এবং তাদের নিয়ে বাসায় ঢুকে। তখন মা-মেয়েকে বাসার ফ্লোরে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এলাকাবাসী জানান, ঘরের আলমিরা ভাঙা দেখতে পায়। তারা ধারণা করছেন দুর্বৃত্তের দল বাসায় স্বর্ণালংকার ও নগদ টাকার জন্য আলমিরা চুরি করতে যায়। বাঁধা দিলে মা-মেয়েকে হত্যা করেছে। কাছের লোকজন না হলে এমন ঘনবসতি এলাকায় এমন নরকীয় কান্ড ঘটাতে পারে বলে মনে হয়না। হত্যার ঘটনায় ক্লু-উদঘাটনে পুলিশ ও নৌবাহিনীর টীম ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এদিকে, স্ত্রী কন্যা খুনের এমন ঘটনা দেখে জ্ঞান হারিয়ে ফেলে স্বামী নুরু সওদাগর। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় স্বজনরা। এই জোড়া খুনের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসছে।

তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যারা।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!