জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ কয়ছর আহমদ (২৮) নামে একজনকে আটক করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল দশটায় জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ অক্টোবর) এসআই আবু নাইয়ুমের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করে।
ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পরনের শার্ট ও প্যান্টের ভেতরে থাকা দুটি পলিব্যাগের ভেতর থেকে মোট ৪০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা যায়।
মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ``আটককৃত কয়ছর আহমদ সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সে সিলেটের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে মৌলভীবাজারে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :