জামালপুরের সরিষাবাড়ীতে জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জামালপুর জেলার মান্যবর জেলা প্রশাসক হাছিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন-সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় এ উপজেলার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা. বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ, এনজিও প্রতিনিধিগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :