AB Bank
ঢাকা সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৯:২২ পিএম, ১৪ অক্টোবর, ২০২৪
কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের বটেরতল এলাকায় খাদিজা বেগম (১৮) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেন। আত্মহত্যার সঠিক কোন কারণ তা উপস্থিত সময় জানা যায়নি। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটা আত্মহত্যা নাকি অন্য কিছু।

জানা যায়, সোমবার দুপুরে সময় নিজ বসত ঘরে বিষপান করে গৃহবধু খাদিজা বেগম। তার স্বামী শাহেদ মিয়া বিষপানের কথা জানতে পেরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে খাদিজার মুত্যু হয়।

নিহতের স্বামী শাহিদ মিয়া বলেন, তার স্ত্রী কি কারণে বিষ খেল সেটা তিনি কোনভাবেই বুঝতেছেন না।

কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক জিয়াউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধুর বিষপানে প্রাথমিক কোন ধারনা পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটা আত্মহত্যা নাকি অন্য কিছু। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!