চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে ২নং বারশত ইউনিয়নের দক্ষিন বারশত ৮ নং ওয়ার্ড আলী আহম্মদ এর বাড়ির পুকুরে ডুবে মোহাম্মদ নাবিদ হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ই অক্টোবর) বেলা একটার সময় বারশত ইউনিয়নের আলী আহম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ১নং বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আমান উল্লাহ পাড়া এলাকার মোহাম্মদ আবুল মনজুর এর ছেলে। স্থানীয়রা জানায়, বাড়ির সামনে পুকুর পাড়ে খেলার সময় পা পিছলে পড়ে যায় শিশুটি।
তাকে পুকুরে ভাসতে দেখতে পেয়ে এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :