ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১৬ জনকে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান আশুলিয়া থানা পুলিশ।
এর আগে, শনিবার রাতে পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।
পুলিশ জানায়, আটক বেশ কিছু দিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানায় বিশৃঙ্খলা করাসহ শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সাথে জড়িত। যৌথবাহিনীর চলমান অভিযানে তাদেরকে গ্রেপ্তারের পর আজ আদালতে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলার কারণে বেশ কিছু দিন যাবত পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল যৌথবাহিনী ১৬ জনকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। তারা গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করায় জড়িত, পোশাক শ্রমিকদের মারধর করাসহ নানা অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুর্বৃত্তরা শিল্পখাতকে অস্থিতিশীল করতে কারখানা ভাঙচুর, শ্রমিকদের মারধরসহ নানা বিশৃঙ্খলা করে আসছিল। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে শিল্পাঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

