সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার নানা কর্মসূচীতে শহীদ জেহাদ দিবস পালন করা হয়েছে। নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে উল্লাপাড়ার নবগ্রামের ছাত্রদল নেতা নাজির উদ্দীন জেহাদ ঢাকায় নিহত হন।
উল্লাপাড়া শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এর আয়োজনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীগণ কালোব্যাজ ধারণ, মৌন মিছিল , সকাল সাড়ে দশটার দিকে নবগ্রামে শহীদ জেহাদ এর কবর জেয়ারত ও স্বরণ সভা হয়েছে।
শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি ওবায়দুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে স্বরণ সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সস্পাদক সাইদুর রহমান বাচ্চু , দপ্তর সস্পাদক তানভীর মাহমুদ পলাশ , উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন , জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ , সিরাজুল ইসলাম সিরাজ , উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা , সদস্য সচিব নিকসন কুমার আমিন , ছাত্রদলের রিসাদ করিম নয়ন প্রমুখ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :