ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির এর পৃথক অভিযানে ভারতীয় ৩৮টি মহিষসহ ৪ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সদস্যরা।
গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় পৃথক দুটি অভিযানে ৩৮টি ভারতীয় মহিষ, শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, মসলাসহ ৪ কোটি টাকার এসব চোরাই পণ্য জব্দ করা হয় এবং মহিষের যার আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা জানায় বিজিবি।
জব্দকৃত ভারতীয় মহিষ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় কাষ্টমস্ কর্মকর্তা কর্তৃক উল্লেখিত মহিষগুলো নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।
সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজবির অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, গত চার মাসে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, মসলা, মাদক এবং ভারতীয় মহিষসহ অন্তত ৭৫ কোটি টাকার ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

