খুলনা জেলার দিঘলিয়ায় নালা থেকে সাকিব শেখ নামে এক যুবকের গামছা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) বিকেলে ফুলতলা হাউজিং এলাকার একটি নালা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাকিব দিঘলিয়ার হাজীগ্রামের কামাল শেখের ছেলে। এ ঘটনায় জনি শেখ ও আসাদুল ইসলাম নামের দুই যুবককে আটক করা হয়েছে। তারা দিঘলিয়া উপজেলার বাসিন্দা।
দিঘলিয়া থানার উপ-পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) রাজেত আলী জানান, গত শনিবার সাকিব তার ভ্যান নিয়ে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিষয়টি থানায় জানায়। সোমবার হাউজিং এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি সাকিবের বলে শনাক্ত করেন।
তিনি জানান, নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্য ও এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে জড়িত দুজনকে আটক করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

