গাজীপুরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন রেডিয়াস ইন্টারন্যাশনাল কারখনার শ্রমিকরা।
বুধবার (২ অক্টোবর) বিকেলে নগরীর কাশিমপুর থানাধীন মাধবপুরের জিরানী এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।
জানা যায়, বিকেলে জিরানী এলাকায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন রেডিয়াস ইন্টারন্যাশনাল কারখনার শ্রমিকরা। এতে প্রায় ৫০০ থেকে ৬০০ শ্রমিক অংশ নেন।
ফলে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে শিল্প পুলিশ মোতায়ন রয়েছে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

