AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানিকগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা


মানিকগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এন. ডি. এফ) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে চিকিৎসকদের নিয়ে এক মতবিনিময় সভা ও নতুন কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রেষ্টুরেন্ট ক্যাফে হাইওয়েতে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মো: মাহমুদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মোসলেম উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহমুদ হোসেন বলেন, দুনিয়া জীবনের সফলতার সাথে, পরকালীন জীবনে সফলতা অর্জন করতে হবে। এজন্য চিকিৎসক সমাজকে অহংকার মুক্ত হয়ে হালাল উপার্জনের মাধ্যমে এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে। 

এছাড়াও সভায় আরোও বক্তব্য রাখেন, ডা. সাহিদুর রহমান খান, ডা. আব্দুল বারেক মোল্লা, সহকারী অধ্যাপক ডা. খাইরুল বাশার, ডা. আবু বকর সিদ্দীক, ডা. সোলাইমান, ডা. সাদিক স্বপন, ডা. জিয়াউল হক সহ আরো অনেকে।

আলোচনা শেষে ন্যাশনাল ডক্টরস ফোরাম মানিকগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে ডা. মোসলেম উদ্দিন খান পুনরায় সভাপতি এবং ডা. জিয়াউল হক সেক্রেটারি মনোনীত হন। অনুষ্ঠানে চিকিৎসক, মেডিকেল স্টুডেন্ট এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!