রাজবাড়ীর গোয়ালন্দে গত ৩৬ ঘন্টায় পদ্মার পানি কমেছে ১৪ সেন্টিমিটার।
মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ৩৬ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ১৪ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গোয়ালন্দ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন মঙ্গলবার সন্ধ্যায় এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর পানি কিছুটা কমলেও সেখানে স্রোতের গতিবেগ কমেনি। এতে ওই রুটে ফেরি ও লঞ্চপারাপারে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুন সময় বেশি লাগছে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

