খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার পানিতে গোসল করতে নেমে রুষা চাকমা নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) বিকালে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মামুনুর রশীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার মেরুং ইউপি`র কাবুল্যা কার্বারীপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত একই গ্রামের বাসিন্দা পল্টু চাকমার মেয়ে।
মেরুং ইউপি`সদস্য শান্তি চাকমা জানান, পানি জমে থাকায় রুষা চাকমা বন্ধুদের নিয়ে বন্যার পানিতে গোসল করতে নেমে পড়ে।পানির স্রোত থাকায় হঠাৎ করে তলিয়ে যায়। পরে স্হানীয়দের সহযোগিতায় পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ জানান, বন্যার পানিতে শিশুটির মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক মহোদয় নিহত রুষা চাকমার বাড়িতে যাবেন এবং তার পরিবারকে সহায়তা করা হবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

