AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে ডাকাতের প্রস্তুতিকালে দেশীয় অস্রসহ আটক ৩ ডাকাত


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০১:৪৪ পিএম, ২৪ আগস্ট, ২০২৪
মাদারগঞ্জে ডাকাতের প্রস্তুতিকালে দেশীয় অস্রসহ আটক ৩ ডাকাত

জামালপুরের মাদারগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত কে আটক   করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। ২৩ আগস্ট রাত ১ টা ৩০ মিনিটে উপেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী এলাকার একটি বাড়ীর সামনে মাদারগঞ্জ হইতে জামালপুরের প্রধান সড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করা হয়।

জানা গেছে  মাদারগঞ্জ মডেল  থানার এস আই মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের সঙ্গে থাকা ১টি চাপাতি,১টি ছুরি,৬টি লোহার রড,৩টি প্লাস্টিকের পাইপ, ১টি স্টিলের রেঞ্জ, টুকরো রশি,২টি বাটন মোবাইল, ও ১টি ব্যাটারিচালিত অটোরিকশা সহ হাতে নাতে আটক করে ডাকাত চক্রকে। শুক্রবার আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন মেলান্দহ উপজেলার সিহাটা এলাকার মোঃ হাবিবুল্লাহ (২৮), আলোকদিয়া এলাকার মোঃ হাবিবুল্লাহ প্রকাশ হাবিল(২৮) ও  মোঃ চান মিয়া(৩৫)।  এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  নূর মোহাম্মদ জানান গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৩ডাকাতকে আটক করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় নিয়মিত মামলা করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং  জুয়া ও মাদককারবারী, চোর, ডাকাতসহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এনএস
 

Link copied!