মামার বিয়ের দাওয়াতে বেড়াতে এসে কেশবপুরে পুকুরের ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার হাসানপুর গ্রামে।
নিহতরা হলো, কেশবপুরে বরণডালী গ্রামের মামুন খানের মেয়ে মালিহা খাতুন (৭) ও সাতক্ষীরা সদর থানার নারিকেল তলার মোড়ের সোহাগ হোসেনের ছেলে সাকিল হোসেন (৮)। তারা সম্পর্কে আপন খালাতো ভাইবোন। তারা চাচাতো মামার বিয়ে উপলক্ষে হাসানপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে তারা দুই খালাতো ভাইবোন একসাথে মামার বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

