দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জরিত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১১ আগস্ট) বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম নয়নের সিন্ধান্ত মোতাবেক তাকে দলীয় পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে।
এতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায় দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে। বহিস্কৃত যুবদল নেতা সোহেল কালীগঞ্জ থানা বিএনপি’র সাধারন সম্পাদক খালেকুজ্জামান বাবলুর আপন ছোট ভাই। তার গ্রামের বাড়ী উপজেলার জামালপুর ইউনিয়নের খাগড়ারচড় গ্রামে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

