শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করায় গাজীপুরের শ্রীপুরে শান্তি মিছিল করেছে শ্রীপুর উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২ টার দিকে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, সিরাজ উদ্দিন কাঁইয়া, আবুল হোসেন, শরীফ সিদ্দিকী, সাইফুল হক মোল্লা, লিয়াকত হোসেন, আনোয়ার হোসেন বেপারী, অ্যাডভোকেট রাজীবুল বেপারীসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপজেলার ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শ্রীপুরে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
এদিকে, গাজীপুর জেলা কৃষক দলের সভাপতি এস এম আবুল কালামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিল মাওনা চৌরাস্তা এলাকায় প্রদক্ষিন করে।
অপরদিকে, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শান্তি মিছিল শেষে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এক সমাবেশ করে। সেখানে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক কায়সার মৃধা খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট নাহিন আহমেদ মমতাজি, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হান্নান মিয়া, শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, গোসিংগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, গাজীপুর জেলা যুবদলের সদস্য রাকিবুল হাসান, ছাত্রনেতা জুবায়ের হোসেন, মাজহার মোল্লাসহ দলের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বলেন দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ জালিম শাসনের হাতে দেশ পরিচালনা হয়েছে। ছাত্র সমাজ সাধারন জনগন ও দলের নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে অবৈধ খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :