AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেঘনায় ট্রলার ডুবি, উদ্ধার ৫ নিখোঁজ ৮ জেলে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ভোলা
০৯:৪৪ এএম, ৩ আগস্ট, ২০২৪

মেঘনায় ট্রলার ডুবি, উদ্ধার ৫ নিখোঁজ ৮ জেলে

ভোলার চরফ‌্যাশনে ‌মেঘনা নদী‌তে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন জে‌লেকে জী‌বিত উদ্ধার গেলেও নি‌খোঁজ র‌য়ে‌ছেন ৮ জন জে‌লে। ২ আগস্ট রা‌তে ‌উপ‌জেলার ঢালচর ইউনিয়‌নের শিবচর নামক এলাকার মেঘনা নদী‌তে এ দুর্ঘটনা ঘ‌টে।

নি‌খোঁজ জে‌লেদের নাম নুর আলম (৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), হোসেন মাঝি (৫০) ও জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫) বলে জানা গেছে। উদ্ধার জেলেরা হলেন- মো. দুলাল মাঝি ( ৪০), নাজিম (৪৪), সুমন (৩৮), শাহিন (২৫) ও মনির (৩৩)।

উদ্ধার হওয়া ও নিখোঁজ জে‌লে‌দের সবার বা‌ড়ি ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার আহ‌ম্মেদপুর ইউনিয়‌নের সুকনা খাল এলাকায় ব‌লে জানা গে‌ছে।

চরফ‌্যাশন উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা মারুফ হো‌সেন মিনার এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে জানান, শুক্রবার সকা‌লে স্থানীয় রু‌বেল চৌ‌কিদা‌রের ট্রলার নি‌য়ে দুলাল মা‌ঝির নেতৃ‌ত্বে ১৩ জন জে‌লে মেঘনা নদী‌তে মাছ ধরতে যান। রা‌তে নদীর প্রবল স্রো‌তের মু‌খে প‌ড়ে ডু‌বে যায় ট্রলার‌টি। এ সময় বিপদাপন্ন জেলেদের চিৎকার শুনে আশপাশের জেলেরা এগিয়ে গিয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করেন। তবে আটজন জেলেকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
 

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!