চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় পুকুর থেকে আবির (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৫নং সদর ইউনিয়নের মাতৈন গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত আবির ওই গ্রামের মিয়াজি বাড়ির দুবাই প্রবাসী ইয়াকুবের ছেলে। সে স্থানীয় মাতৈন মারখাজুল উলুম মাদ্রাসার ছাত্র ছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোস্তফা।
মৃত আবিরের দাদা জানান, আবির তার চাচাসহ গোসল করতে পুকুরে যায়। তখন তার চাচা টয়লেটে যায়। এসে আবিরকে না দেখে স্থানীয় কয়েকজনসহ পুকুরে খুঁজতে থাকে। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আবিরকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে ডুবুরি দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আবিরের মরদেহ উদ্ধার করা হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

